বাগেরহাটে ফুলঝুড়ি এন্টারপ্রাইজ নামের একটি নারকেল তেলের কারখানার মালিক মোঃ নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে একই কারখানায় একই তেলে একাধিক কোম্পানির লেভেল লাগানোর অপরাধে এই জরিমানা করা হয়।
এসময় বাগেরহাট বিসিক শিল্প নগরীতে অবস্থিত কারখানাটি থেকে বিভিন্ন নারিকেল তেল কোম্পানির লেভেল জব্দ করা হয়। লেভেল গুলোকে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এই কারখানায় তেল উৎপাদন করে, একটি কক্ষে বিভিন্ন ব্রান্ডের দশটি কোম্পানির লেভেল লাগিয়ে বাজারজাত করা হত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিসিকের এক ব্যবসায়ি একই তেল আলাদা আলাদা ভাবে বোতলজাত করে বাজারে বিক্রি করছে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই