পানির চাপে বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ সেতু সংলগ্ন কেশবপুর রাস্তার অংশ বিশেষ ও কালভার্ট ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিকেলে ভৈরব নদীর পানির চাপে কালভার্ট ও দুইপাশের প্রায় ২০ ফুট রাস্তা ভেঙ্গে যায়। রাস্তা ভেঙ্গে যাওয়ায় বাগেরহাট শহরের সাথে মুনিগঞ্জঘাট, চরগ্রাম, কেশবপুর, সুলতানপুর, ভদ্রপাড়াসহ কয়েকটি এলাকার সাথে সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। কয়েক কিলোমিটার ঘুরে শহরের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করছেন তারা। রাস্তাটিকে চলাচলের উপযোগী করতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে বুধবার বিকেল থেকে বালুর বস্তা ও মাটি দিয়ে মেরামত শুরু করা হয়েছে।
স্থানীয় মোঃ জুয়েল শেখ বলেন, হঠাৎ করে ভৈরব নদীর পানি অনেক বেশি বেড়ে যায়। দুপুরের দিকে রাস্তার উপর দিয়ে পানি উপচে গ্রামের মধ্যে প্রবেশ করেছে। এক পর্যায়ে কেশবপুর কালভার্টের দুই পাশে প্রায় ১৫ ফুটের মত রাস্তা ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে যায়। এই রাস্তাটি দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় আমাদের অনেক সমস্যা হচ্ছে।
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ১ নংওয়ার্ডের সদস্য মোঃ শাহ আলম বিপ্লব বলেন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলামের নির্দেশনায় স্থানীয় লোক দিয়ে আমরা রাস্তা মেরামত শুরু করেছি। আশাকরি কয়েক ঘন্টার মধ্যে রাস্তাটি চলাচলের উপযোগী হবে। তবে এই সমস্যার স্থায়ী সমাধান করতে এই রাস্তাটি উচু করার দাবি জানান এই জনপ্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে রাস্তা মেরামতের কাজ শরু করা হয়েছে। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটি চলাচলের উপযোগী হবে।
খুলনা গেজেট/ টি আই