র্যাবের ভেজাল বিরোধী অভিযানে বাগেরহাট শহরে খাবার পানি উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ প্রদান করেন।
সরকারী মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া নোংরা ও অস্বাস্থ্কর পরিবেশে খাবার পানি উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে র্যাবের অভিযানে এই জরিমানা করা হয়।
জরিমানা দেওয়া প্রতিষ্ঠান চারটি হলো, শহরের দাসপাড়া এলাকার খানজাহান আলী ড্রিংকিং ওয়াটার, বাসাবাটি এলাকার প্রজাপতি ড্রিংকিং ওয়াটার এবং নাগেরবাজার এলাকার মিঠাপানি লিমিটেড ও বারাকাহ (এমএন ড্রিংকিং ওয়াটার)।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মোঃ নাজিউর রহমান বলেন, দেশ জুড়ে র্যাবের চলমান ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা বাগেরহাটে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। বৃহস্পতিবার বিএসটিআইয়ের প্রতিনিধিদের সাথে নিয়ে বাগেরহাটের চারটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান করা হয়। তাদের দুটি অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লোগোও ব্যবহার করছিল। পাশাপাশি সেখানকার পরিবেশও অস্বাস্থ্কর। এজন্য অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত খানজাহান আলী ড্রিংকিং ওয়াটার ও মিঠাপানি লিমিটেডকে ৩০ হাজার টাকা করে এবং প্রজাপতি ড্রিংকিং ওয়াটার ও বারাকাহ (এমএন ড্রিংকিং ওয়াটার) পানিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করে।
যার মোবাইল কোর্ট মামলা নং- ৩৩/২১, ৩৪ /২১, ৩৫/২১ এবং ৩৬/২১ তারিখ ০৯/০৯/২০২১।
খুলনা গেজেট/ টি আই