বাগেরহাটে পাঁচদিন ব্যাপি অনুর্ধ ১৫ আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ৫দিন ব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন করেন বাগেরহাট পৌর সভার মেয়র ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান।
বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক ,নির্বাহী সদস্য তালুকদার আজমুল কবীর লিটন, হাদীউজ্জামান হাসিদ, শেখ শমসের আলী, এম এ রহমান, মো.আবু তাহেরসহ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পাঁচদিন ব্যাপি এই প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৯টি উপজেলা থেকে বাছাই করা ২৪ জন ফুটবলার এই প্রশিক্ষণে অংশ গ্রহণের সুযোগ পেয়েছে।
ক্ষুদে ফুটবলারদের এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন কৃত্বি ফুটবলার ও ফুটবল কোচ অমিত রায়।
বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় খেলোয়াড়দের থাকা ও খাওয়াসহ অন্যান্য সুবিধা প্রদান করা হচ্ছে। তৃনমুলে খেলোয়াড় সৃষ্টির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান।
খুলনা গেজেট/ এস আই