বাগেরহাটে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০২ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এর পরে একে একে বাগেরহাট জেলা পুলিশ, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, শ্রমিক লীগ, বাগেরহাট ফাউন্ডেশন, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময়, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এ্যাড. ফরিদ উদ্দিন, ডা. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান পৌর আওয়ামী লীগ এর সভাপতি শেখ বশিরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টুসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা উপস্থিত ছিলেন।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শত শিশুর কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান. পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই