খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

বাগেরহাটে নানা আয়োজনে আইন সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

‘বঙ্গবন্ধুর স্বপ্নপুরণ, বিনামুল্যে আইনি সেবার দ্বার উম্মোচন’ এই স্লোগানে বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে বাগেরহাট জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. বরিউল ইসলামের নেতৃত্বে বাগেরহাট আদালত চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বাগেরহাট-খুলনা সড়কের ভিআইপি মোড় প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জজ আদালতের বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ ও প্রশাসনের প্রতিনিধি, জজ আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও লিগ্যাল এইডের সুবিধাভোগী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

পরে বাগেরহাট আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভায় জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. বরিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র জেলা জজ ও নারী –শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএস সাইফুল ইসলাম, সিনিয়র জেলা জজ ও নারী –শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক মো: মইউদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. ওসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেরুল রহমান, আইনজীবী সভাপতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, পিপি শেখ মোহাম্মদ আলী, সুবিধাভোগী সোনাবান বেগম সহ আরও অনেকে।

আয়োজকরা জানান, বাগেরহাটে ৫২১ টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ১৩৬টি মামলা নিস্পত্তি হয়েছে। গত এক বছরে ৫ লাক্ষ টাকা আদায় করা হয়। অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী শেখ মোঃ সাহিবুর রহমান ও এ্যাডঃ গোলাম মোর্তুজা সোহেল আহম্মদকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!