বাগেরহাটের কচুয়ায় ফেরদাউস খান (৩৫) ও বাবুল শেখ (৩৯) নামের দুই মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃগস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
এসময়, মাদক সেবন ও সংরক্ষনের অপরাধে ফেরদাউস খানকে ৫‘শ টাকা অর্থদন্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং বাবুল শেখকে ৫‘শ টাকা অর্থদন্ডসহ এক বছর ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। এর আগে কচুয়া উপজেলার যশোরদি এবং বিলকুল এলাকা থেকে গাজা ও গাজা সেবনের ষরঞ্জামাদিসহ দন্ডপ্রাপ্ত দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ফেরদাউস খান কচুয়া উপজেলার যশোরদি এলাকার রুস্তম খানের ছেলে এবং বাবুল শেখ বিলকুল এলাকার মোখলেছুর রহমানের ছেলে। ফেরদাউসের কাছ থেকে ৫০০ গ্রাম এবং বাবুল শেখের কাছ থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের পরিদর্শক মিলন মুখার্জী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ফেরদাউস ও বাবুলকে আটক করা হয়। তাদের কাছে থাকা গাজা ও গাজা সেবনের ষরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই আসামীকে দন্ডাদেরশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনা গেজেট/এএ