“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বাগেরহাটে দুই দিন ব্যাপি ডিজিটাল উদ্বোবনী মেলা শুরু হয়েছে। শনিবার (১৯) সকাল ১০টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই মেলার উদ্বোধন করেন।
এসময়, পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বখসীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে অতিথিগণ ও অংশগ্রহনকারীরা জেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র্যালী পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
দুই দিন ব্যাপি এই মেলায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি স্টল রয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেছেন। মেলায় আগত সরকারি প্রতিষ্ঠানের স্টল গুলোতে তাদের প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদর্শণ করা হয়েছে। সেই সাথে কিভাবে অতি সহজে সেবা পেতে পারে সে বিষয়ও উল্লেখ রয়েছে স্টলে। কৃষি বিভাগসহ কিছু কিছু স্টল সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেটও বিতরণ করছে। স্টলগুলোর তৎপরতা দেখে খুশি দর্শনার্থীরা।