বাগেরহাটে পৃথকভাবে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টায় বাগেরহাট শহরের থানা মোড় এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ মুজিবর রহমান। এসময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড.শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এসকেন্দার হোসেন, মাহফিজুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সভাপতি সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দর।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে সরুই দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে দোয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, নির্বাহি কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দিপু, সৈয়দ নাসির আহমেদ মালেক, হাদিউজ্জামান হিরো, সাহিদা আক্তার, সরদার আতিয়ার হোসেন, জাহিদুল ইসলাম শান্ত, আসাফ উদ দৌলা জুয়েল, নাজমুল হুদা, আইয়ুব আলী মোল্লা বাবু, সাদ্দাম হোসেন, হাবিবুল্লাহ অহিদ প্রমুখ নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এনএম