“সত্যের পথে চলব, সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে চারদিন ব্যাপি কাব ক্যাম্পুরী-২০২৩ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যদুনাথ স্কুল এন্ড কলেজ এই কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, স্কাউট কমিশনার অধ্যাপক বুলবুল কবির, আছাদুজ্জামানসহ কাব স্কাউট ইউনিট লিডার ও কাব ক্যাম্পুরিতে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট সদর উপজেলার এই ক্যাম্পুরীতে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের একশত পঞ্চাশ জন শিক্ষার্থী এবং ২৫ জন শিক্ষক এতে অংশ নিয়েছেন। পাঁচ মার্চ সকালে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পুরি শেষ হবে। বাগেরহাট সদর উপজেলা ছাড়াও জেলার মোংলা, শরণখোলা, কচুয়া, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় একই সাথে এই ক্যাম্পুরি শুরু হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড