খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বাগেরহাটে এসআইকে হত্যাচেষ্টা মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতি‌বেদক

বাগেরহাটে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার ২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। চাঞ্চল্যকর এ মামলায় মোঃ মেহেদী হাসান ওরফে জুয়েল(২৭) ও মোঃ রুবেল মোল্লা(২৮)কে পিরোজপুরের কলাখালি এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি জুয়েল মৃত ইতরুপ শেখের ছেলে ও আপর আসামি রুবেল চরসোনাকুর গ্রামের খেয়াঘাট পাড়া মোল্লাবাড়ীর মোঃ মহসিন মোল্লার ছেলে। দুজনই বাগেরহাটের কচুয়া থানার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২০ মার্চ রাত আটটার সময় বাগেরহাটের কচুয়া থানায় কর্মরত এসআই রবিউল ইসলাম সম্মানকাঠি এলাকায় মাদক উদ্ধার অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে যান। অভিযান পরিচালনার সময় মেহেদী হাসান ওরফে জুয়েল নামের এক ব্যক্তির দেহ তল্লাশী করার সময় সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে জুয়েল পুনরায় অজ্ঞাতনামা ৪/৫ জনসহ ধারালো অস্ত্র রামদা নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে কর্তব্যরত এসআই(নিঃ) মোঃ রবিউল ইসলামকে কুপিয়ে হাতে ও পায়ে গুরতর ভাবে জখম করে। এ ঘটনায় বাগেরহাট জেলার কচুয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ রাত ১টায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার সদর থানাধীন কলাখালি এলাকায় হত্যাচেষ্টার সাথে জড়িত আসামিরা অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে প্রধান আসামি মোঃ মেহেদী হাসান
ও অপর সহযোগী আসামি মোঃ রুবেল মোল্লা কে গ্রেপ্তার করে।

এসময় আসামিদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে কলে জানিয়েছে র‌্যাব।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!