খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

বাগেরহাটে উন্নয়ন নিয়ে ‘নাগরিক প্রত্যাশা’ বিষয়ে নাগরিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে বাগেরহাট জেলার নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে নাগরিক প্রত্যাশা শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) নগরীর রেডি ট্রেনিং সেন্টারে বাগেরহাটের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে ‘নাগরিক প্রত্যাশা’ শিরোনামে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণীর পেশার নাগ্রিক প্রতিনিধিরা নারী, যুব ও শিশু বান্ধব জেলা; নাগরিক সেবা, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত; জনগোষ্ঠীর জন্য সেবার মান উন্নত করা; সবার জন্য নিরাপদ জেলা; টেকসই অবকাঠামো; জেলা পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচছতা বৃদ্ধিসহ ছয়টি বিষয়কে প্রাধান্য দেন।

ইউএসএআইডি-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ-এসপিএল প্রকল্পের আওতায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সমন্বয়ে গঠিত এমএএফ, সুশীল সমাজ, যুব সমাজের প্রতিনিধিদের সম্মিলনে এ আলোচনা সভা করা হয়।

বাগেরহাটের মালটিপারটি এডভোকেসি ফোরাম এর সদস্য ছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধি, তরুন ও যুব সংগঠনের প্রতিনিধি ,  বাগেরহাট ফাউনডেশন ইয়ুথ এনডিং হাঙ্গার, টিআইবি’র ইয়েস, বাধন, বাদাবন সংঘ এর প্রতিনিধিরা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!