বাগেরহাটে গত ২৪ ঘন্টায় (রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত) করোনায় আরও ১২৪ জন আক্রান্ত ও দুই জনের মৃত্যু হয়েছেন। ২৬৭ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৪৬ দশমিক ৪৪ শতাংশ। যা গত ২৪ ঘন্টার তুলনায় ৪ শতাংশ বেশি। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় ১৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের পজেটিভ এসেছে। ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৫৭ দশমিক ৮৯ শতাংশ। যা গতদিনের তুলনায় ৮ শতাংশ বেশি।
এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাাঁড়াল তিন হাজার ১৮৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ২৩৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
এদিকে, বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় স্থানীয় প্রশাসনের আরোপ করা সাতদিনের কঠোর বিধিনিষেধ পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে। পাঁচ দিন ধরে দোকানপাট, শপিংমল ও অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের বাড়িতে রাখতে এবং বাইরে বেরোনো মানুষদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে আসলে তাদের জরিমানা করছে তারা। গত তিন দিনে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে মামলা করে ২১৭ জনের বিরুদ্ধে।
খুলনা গেজেট/এনএম