খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

বাগেরহাটে আত্মগোপনে অধিকাংশ জনপ্রতিনিধি, মিলছে না নাগরিক সুবিধা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মেয়র, চেয়ারম্যান, ইউপি সদস্য, নারী ইউপি সদস্য, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা। জনপ্রতিনিধিরা অফিসে না আসায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। অতিদ্রুত এই সেবা স্বাভাবিক করে নাগরিক ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানাযায়, বাগেরহাটে জেলায় ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৭৫টি ইউনিয়ন রয়েছে। এসব প্রতিষ্ঠানে মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্য, নারী ইউপি সদস্য মিলে ১০৪১ জন জনপ্রতিনিধি রয়েছে। যাদের বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের পরে জেলার বেশিরভাগ জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়েছেন সুবিধামত স্থানে। নিজ কার্যালয়ে আসছেন না অধিকাংশ জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি না থাকার ফলে জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারেশকায়েম সনদসহ কোন প্রকার সেবা পাচ্ছে না নাগরিকরা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাড়াপাড়া, গোটাপাড়া ও বেমরতা ইউনিয়ন পরিষদ ঘুরে তেমন কোন জনপ্রতিনিধির দেখা মেলে না। বাগেরহাট পৌরসভারও একই চিত্র দেখা যায়।

কথা হয় ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা কবিরুল ইসলাম বলেন, একটি জরুরী প্রয়োজনে নাগরিকত্বের সনদ প্রয়োজন। তাই পৌরসভায় আসছিলাম কিন্তু মেয়র না থাকায় কেউ দিতে পারেনি।

কিছুক্ষন অপেক্ষার পরে দেখা মিলল কোহিনুর আক্তার ডালিম নামের এক নারী কাউন্সিলরের সাথে। তিনি জানান, কয়েকদিন ধরে মেয়রসহ কোন কাউন্সিলর আসেন না অফিসে। আসলে মেয়র না থাকলে তো অফিসিয়াল কাজ করা যায় না। তারপও মাঝে মাঝে এসে ঘুরে যাই।

এদিকে বাগেরহাট সদরের কাড়াপাড়া, ষাটগম্বুজ, কচুয়ার রাড়িপাড়া, বাধালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে একই চিত্র পাওয়া যায়। তবে কোথাও কোথাও পরিষদের উদ্যোক্তা ও সচিবদের দেখা যায়। কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাইফুল ইসলাম বলেন, অফিসে আসি। অনেক নাগরিকও আসেন সেবা নিতে। কিন্তু চেয়ারম্যান না থাকায় আমরা কোন সেবা দিতে পারি না। যারা আসেন তাদেরকে বুঝিয়ে দেই।

এদিকে জেলায় কতজন জনপ্রতিনিধি কর্মস্থলে অনুপস্থিত থাকছেন তার একটি তালিকা স্থানীয় সরকারবিভাগে পাঠিয়েছেন স্থানীয় সরকার বিভাগ।পাঠানো তথ্য অনুযায়ী ৫০ শতাংশের বেশি জনপ্রতিনিধি কর্মস্থলে উপস্থিত নেই।

স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল হাসান বলেন, স্থানীয় সরকার বিভাগের চাহিদা অনুযায়ী আমরা জনপ্রতিনিধিদের উপস্থিত থাকা ও না থাকার একটা তালিকা পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।আশা করি নাগরিক সেবার বিষয়টি দ্রুতই সমাধান হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!