বাগেরহাটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সময় অনুযায়ী রবিবার আজ (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে জেলার ৪টি আসনের ৪৮৮ কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে।
বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার এই জেলায় রবিবার ১২ লক্ষ ৮১ হাজার ১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সকালে বাগেরহাট ৩ আসনের রামপাল উপজেলার চাকশ্রী এ বি সি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে দেখা যায়, আশেপাশে বিভিন্ন প্রার্থীদের সেবাবুথ রয়েছে। শীতের সকাল হওয়ায় ভোটার খুবই কম। সংশ্লিষ্টদের ধারণা বেলা বৃদ্ধির সাথে ভোটারের লাইনও বাড়বে। এছাড়াও জেলার অন্যান্য কেন্দ্রেও একই সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, নির্ধারিত সময়ের সময়ের আগে আমরা প্রতিটি কেন্দ্রের নির্ধারিত সরঞ্জাম পাঠানো হয়েছে। শান্তিপূর্ণভাবেই ৪৮৮টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। আশাকরি সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।
খুলনা গেজেট/ টিএ