করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাগেরহাট জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাড. ফকির মোঃ মনসুর আলী (৭৫) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার মরদেহ বাগেরহাটে আনা হবে। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফকির মোঃ মনসুর আলী ২০ বছর বাগেরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
ফকির মোঃ মনসুর আলী ছাত্রলীগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাগেরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একাধিকবার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, ফকির মোঃ মনসুর আলী মরদেহ বৃহস্পতিবার বাগেরহাটে আনা হবে। করোনা স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় ওইদিন কচুয়া উপজেলা সদরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
খুলনা গেজেট/এআইএন