খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

বাগেরহাট মেরিন টেকনোলজির সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মধ্যস্ততায় বাগেরহাটে ব্যবসা করা ৬টি প্রতিষ্ঠানের সাথে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বাগেরহাট ডট নেট, অনিমা ফিসারিজ, আল রাফি ইন্টারন্যাশনাল ফ্যাক্টরী, ভৈরব মাল্টিপারপাস  এ্যাগ্রো ফার্ম, পল্লব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পংকোজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির পক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী এমডি শামীম হোসাইন এবং ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে মালিকগণ স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রোগ্রাম ম্যানেজার জোহা জামিল রহমান, কনসালটেন্ট রুমান ইসতিয়াহ রাফিন, আইএলও-এর স্কিলস ২০২১ প্রকল্পের কো-অর্ডিনেটর ইলিয়াস রহমাতুল্লাহ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশিক্ষক সৌরদ্বীপ খাস্তোগীর, আব্দুল ওয়াদুদ, নাসিম মোহাম্মাদ ফাহাদ, বাগেরহাট ডট নেটের জহিরুল ইসলাম উজ্জল, অনিমা ফিসারিজের এমডি মনিরুল ইসলাম, আল রাফি ইন্টারন্যাশনাল ফ্যাক্টরীর তওহীদুল ইসলাম, ভৈরব মাল্টিপারপাস এ্যাগ্রো ফার্মের মাসুদ ফারভেজ, পল্লব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পল্লব কুমার হালদার, পংকোজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পংকোজ পালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্বাক্ষরের ফলে বাগেরহাটে কর্মরত প্রতিষ্ঠানগুলো মেরিন টেকনোলজির কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে পারবেন। এছাড়া বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী ও প্রশিক্ষনার্থীদেরকে দক্ষতা অনুযায়ী শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের মালিকগণ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!