খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

বাংলাদেশের সিনেমা হলেও দেখা যাবে ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্ক

তেলেগু ‘পুষ্পা’ চলচ্চিত্র বাংলাদেশে বেশ সাড়া ফেলেছিল। অনলাইনের বিভিন্ন মাধ্যমে ভক্তরা উপভোগ করেছিলেন ছবিটি। তারা অপেক্ষায় আছেন দ্বিতীয় কিস্তি ‘পুষ্প ২: দ্য রুল’র। নতুন খবর হল- এবার ছবিটি দেশের সিনেমা হলেই মুক্তি পাচ্ছে। এটি আনছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এর আগে বছরে ১০টি ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে ২০২৩ সাল থেকেই মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা। যা শুরু হয় শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে। এরপর দেশের হলে একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ও ‘ক্রু’।

নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরইমধ্যে ‘পুষ্পা ২-দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন। তবে বাংলায় নয়, হিন্দিতেই সিনেমাটি মুক্তি দেবেন বাংলাদেশে। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে যে, কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

অনন্য মামুন বললেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পুষ্পা-২ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। এখন প্যান ইন্ডিয়ান অনেক ছবিই বাংলায় ডাবিং হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেবে না।’

২০২১ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘পুষ্পা-রাইজ’। পুষ্পারূপী আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকেরও প্রিয় তারকা। আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা ২’, প্রথম কিস্তির চেয়েও বেশি বাজেট এবং বড় আয়োজনে তৈরি হয়েছে এটি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!