সুপার এইটের দৌড়ে এগিয়ে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিব আল হাসানের ফিফটিতে ৫ উইকেটে নেদারল্যান্ডসের সামনে ১৫৯ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হবে ১৬০ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন সাকিব আল হাসান। ৪৬ বলে ৯ চারে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। শেষ ওভারে স্কোরবোর্ডে ১২ রান যোগ করতে দুটি চার মারেন বাঁহাতি ব্যাটার। তার আগে পাওয়ার প্লের শেষ ওভারে ১৯ রান তোলেন চারটি চার মেরে।
শেষ দুই ওভারে বাংলাদেশ করেছে ২৬ রান। শেষের আগের ওভারে তিন চার মারেন জাকের আলী। ৭ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন দুটি করে উইকেট নেন।
খুলনা গেজেট /কেডি