খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

৩ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই মেগা টুর্নামেন্ট শুরুর দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম পর্বে ‘বি’ গ্রুপের লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের জন্য গত ৯ সেপ্টেম্বর ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওমানে গিয়ে ১ দিনের কোয়ারেন্টাইন। এরপর ৫ অক্টোবর থেকে শুরু অনুশীলন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা তিন তারিখ ওমান যাব। ওখানে এগিয়ে একদিনের কোয়ারেন্টাইন। এরপর আমরা পাঁচ তারিখ থেকে অনুশীলন শুরু করবো। ওখানে যে ক্যাম্পটি হবে তার মধ্যে ওমান এ দলের সঙ্গে একটি ম্যাচ খেলব।’

জানা গেছে, ৩ তারিখ মধ্যরাতে ওমানের উদ্দেশে রওয়ানা করবে ১৩ সদস্যের দল। যেখানে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি ওমানে যোগ দেবেন। ঢাকা থেকে যাওয়া ১৩ সদস্যের দলের সঙ্গে স্ট্যানবাই হিসেবে সুযোগ পাওয়া দুই ক্রিকেটার রুবেল হোসেন আমিনুল ইসলাম বিপ্লব উড়াল দেবেন। ওমানে যাওয়ার আগে দেশে আর কোনও প্রস্তুতি ক্যাম্প করবে না লাল সবুজের প্রতিনিধিরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে নিজ নিজ দেশের পথ ধরছেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। ছুটি শেষে বাংলাদেশে না এসে সরাসরি ওমানে দলের সঙ্গে যোগ দেবেন তারাও। আকরাম খান জানিয়েছেন, সহ-অধিনায়কের মতো এবার বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে আলাদা করে কোনও ম্যানেজার থাকবে না।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!