বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তারপরও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে তিনি। রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এসে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন নিয়ে কী কথা হয়েছে জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে নির্ধারিতভাবে কিছু হয়নি। শুধু একটা স্টেটমেন্ট, উনি যেটা বলেছেন যে আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। তারপরও আমরা চাই আমাদের সম্পর্ক যেন এগিয়ে যায়।’
এখন তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই, এটাই কি বোঝাতে চেয়েছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সাবের হোসেন বলেন, ‘হ্যাঁ, আমি যদি আমার মন্ত্রণালয়ের প্রেক্ষাপটে বলি আমাদের কোনো টানাপোড়েন নেই। বরং এটাকে (সম্পর্ক) আরও কীভাবে সুদৃঢ় করব, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’
তার বক্তব্যটি আপনি প্রত্যাখ্যান করেন কি না— এ প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তাদের জানিয়েছি। সো উই ক্যান এগ্রি টু ডিজএগ্রি। সেটা অনেক সময় হতে পারে, অনেক বিষয়ে। তবে সেটা এমন কিছু না যা আমাদের ভবিষ্যৎ সম্পর্ক কোনোভাবে বাধাগ্রস্ত করবে বা কোনোভাবে এটাকে দুর্বল করবে।’
তিনি বলেন, ‘আমি যেটা বুঝেছি সেটা হলো, তারা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চায়। আমাদের যে পারস্পরিক সম্পর্ক আছে, এটাকে আরও কীভাবে ঘনিষ্ঠ করা যায়, আমরা এটাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং তারা মনে করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ— এ দুটো শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটার গুরুত্ব সারা বিশ্বব্যাপী। সুতরাং তাদের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, সেখানে আমরা এই দুটো ইস্যুকে কেন্দ্র করে আরও কীভাবে গভীর করতে পারি, মূলত এটাই আলোচনা হয়েছে।’
খুলনা গেজেট/এমএম