বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার খেলা। এখন পর্যন্ত ৪১.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ৮৫ রানে মুশফিকুর রহিম এবং ২ রানে সাইফউদ্দিন অপরাজিত রয়েছেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ঝড়ো ব্যাটিং শুরু করেন দলীয় অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল। উসুরু উদানার করা প্রথম ওভারেই তুলে নেন ১৫ রান। কিন্তু দ্বিতীয় ওভারেই ছন্দ পতন। দুশমান্থ চামিরার প্রথম বলেই এলবিডব্লিউ আবেদন নাকোচ করে দিলে রিভিউ নেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। তাতেই প্রথম সফলতা পায় সফরকারীরা। একই ওভারে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা সাকিব আল হাসানকেও সাজঘরে ফেরান তিনি।
আউট হওয়ার পূর্বে তামিম ১৩ রান করলেই রানেই খাতায় খুলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তৃতীয় উইকেটে দেখে-শোনেই খেলছিলেন লিটন। কিন্তু তাকে বেশিক্ষণে ক্রিজে থাকতে দেননি লাকসান সান্দাকান। ফিরেছেন ২৫ রানে। আর মোহাম্মদ মিঠুনের পরিবর্তে জায়গা পাওয়া মোসাদ্দেককে ১০ রানে ফেরান লঙ্কান স্পিনার সান্দাকান।
মাত্র ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে স্বাগতিকরা। দলের এমন অবস্থায় প্রথম ম্যাচের মতো আবারো হাল ধরেন মুশফিকুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন ৮৭ রানের জুটি। আর তাতেই বড় সংগ্রহের ভিত হয়ে যায়। মুশফিকের ফিফটির পর নিজের অর্ধশত রানের দিকেই এগোচ্ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু সান্দাকানের করা বল রিভারসুইপ খেলতে গিয়ে ব্যাটের কোণায় লেগে কটবিহাইন্ড হন তিনি। আউট হওয়ার পূর্বে করেন ৪১ রান।
এরপর ১০ রানে আফিফ এবং শূন্যরানেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসিকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা, ধানুষ্কা গুনালিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা,আশেন বান্দেরা, ধাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, উসুরু উদানা, লাকসান সান্দাকান, দুশমান্থা চামিরা।
খুলনা গেজেট/কেএম