৬৯’এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের স্মরণে বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটির উদ্যোগে শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে শহীদ আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র মৈত্রী জেলা সভাপতি বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, বাংলাদেশ যুব মৈত্রী জেলা সহ-সভাপতি যুব নেতা নারায়ণ সাহা প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ আসাদের আত্মত্যাগ শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রেরণা যোগাবে। ১৯৬৯ সালে শহীদ আসাদের মৃত্যুর পথ ধরেই স্বৈরাচারী আইয়ুব শাহীর পতন ঘটেছিল এবং স্বাধীনতা সংগ্রামের অনিবার্য পথকে ত্বরান্বিত করেছিল।
খুলনা গেজেট/কেডি