বিশ্বকাপে অংশগ্রহনকারী বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা করেছেন ক্রিকেট ভক্তরা।
শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে স্থানীয় ব্যবসায়ী রাজু আহমেদের উদ্যোগে শহরের পৌরপার্ক এলাকা থেকে এই শোভযাত্রাটি বের করা হয়। শহররক্ষা বাঁধ, ডাকবাংলার মোড়, নাগের বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় পৌর পার্কে এসে শেষ হয়। বাংলাদেশের পতাকা ও জাতীয় দলে টি’ শার্ট গায়ে শোভাযাত্রায় সহস্রাধিক ক্রিকেট ভক্তারা অংশগ্রহন করেন।
মোটরসাইকেল, প্রাইভেট কার ও ছাদখোলা পিকআপেও ভক্তদের সরব অংশগ্রহন ছিল। তবে বিশাল এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন। সাধারণ ক্রিকেট ভক্তদের উৎসাহ দিতে এবং বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে বাগেরহাটের এই কৃতি খেলোয়ারও শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে রুবেল হোসেন বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমার দূর্বলতা ও আন্তরিকতা অনেক বেশি। এবার বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। আজকে শোভাযাত্রার আয়োজক ও অংশগ্রহনকারীদের উৎসাহ দিতেই আমি এখানে এসেছি। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশাকরি আমাদের দল এবার ভালো করবে।
শোভাযাত্রার আয়োজক ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, এবার বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভালোবেসেই আমি এই আয়োজন করেছি। আমার আহবানে সারা দিয়ে ক্রিকেট ভক্তরা এসেছেন। জাতীয় দলের ক্রিকেটার, বাগেরহাটের সন্তান পেসার, রুবেল হোসেনও এসেছেন। সবাই খুবই আন্তরিকতার সাথে শোভাযাত্রায় অংশগ্রহন করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।
সন্ধ্যার পরে পৌলপার্কে একই উদ্দেশ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আায়োজনও রয়েছে। এছাড়া ২০২২ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানিয়েছে বাগেরহাটে শোভযাত্রার আয়োজন করেছিলেন ব্যবসায়ী রাজু আহমেদ ।
খুলনা গেজেট/ এএজে