খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় শিশুটির মরদেহ, জানাজা সম্পন্ন
  ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের কাছে হেরে খাদের কিনারেই চলে গেছে ভারত, আজ শ্রীলঙ্কার কাছে হারলেই এশিয়া কাপের ফাইনাল খেলা পড়ে যাবে অনিশ্চয়তায়। এমন সমীকরণ নিয়ে আজ মাঠে নেমেছে রোহিত শর্মার দল।

তবে এমন লড়াইয়েও টস ভাগ্য সঙ্গে দেয়নি ভারতকে। পাকিস্তান ম্যাচের মতো আজও টস হেরেছেন অধিনায়ক রোহিত। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকাও নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, সেদিন বাবর আজম যেমন করেছিলেন।

পাকিস্তান ম্যাচ থেকে ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। রবি বিষ্ণোইয়ের বদলে একাদশে এসেছেন আরেক ‘রবি’, রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞতা তো আছেই, ভারত আগের ম্যাচে দারুণ বল করা বিষ্ণোইয়ের বদলে তাকে দলে ফিরিয়েছে মূলত ‘কৌশলগত’ কারণে। রোহিত শর্মা টসে জানালেন সেটা।

লঙ্কান মিডল অর্ডারে আছেন তিন বাঁহাতি, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা আর দাসুন শানাকা। তিন বাঁহাতির বিপক্ষে ডানহাতি অফ স্পিনার খেলানোর কৌশলটাই মূলত কাজে লাগাতে চাইছে ভারত। ওদিকে লঙ্কানরা আফগানিস্তান ম্যাচ থেকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!