খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

বশেমুরবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের খুলনা জোনের বশেমুরবিপ্রবি ইউনিটের সহযোগিতায় সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন বেলা সাড়ে ১১টায় স্টল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড.হোসেন উদ্দিন শেখর।

এ সময় তিনি স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো.ফায়েকুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!