ছোট ছোট সোনামণি
বয়স হলে ছয়
বিদ্যালয়ে যেতে হবে
আর তো দেরি নয়।
এসব কথার দিন তো ও ভাই
নেই তো এখন আর
এখন তারা ভর্তি হবে
বয়স হলেই চার।
দিনে দিনে বুদ্ধি তাদের
বাড়ছে বহু গুণে
সুশিক্ষার অভাবে যে
ধরছে তাতে ঘুণে।
মোবাইলে কার্টুন ছাড়া
ভাত খাবে না বলে
অনড় থাকে পণ ধরে সে
না না ছলে কলে।
তাই তো তাদের বিদ্যালয়ে
শিখতে আনতে হবে
নীতি আদব ধর্ম শিক্ষা
পরিবারও দেবে।
সবাই মিলে সযতনে
শেখাই তাদের ভাই
নইলে তারা বখে যাবে
উপায় যে আর নাই।
কবি : প্রধান শিক্ষক, কৃষি কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা সদর, খুলনা