খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বর্ণবাদী আচরণের অভিযোগ সাব্বিরের বিরুদ্ধে

ক্রীড়া ডেস্ক

খেলার মাঠে কাণ্ড ঘটিয়ে আবারো আলোচনায় সাব্বির রহমান। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মাঠ কিংবা মাঠের বাইরে, একাধিকবার আলোচনায় এসেছেন তিনি অক্রিকেটীয় ঘটনা ঘটিয়ে। কয়েক মাস আগে নিজ শহর রাজশাহীতে এক পরিচ্ছন্নতাকর্মীর গায়ে হাত তুলে ক্ষমা চেয়েছিলেন তিনি।

এবার তার বিরুদ্ধে বর্ণবাদমূলক আচরণের অভিযোগ। বুধবার ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচের ঘটনা এটি। অভিযোগ উঠেছে ক্রিকেটার ইলিয়াস সানিকে উদ্দেশ্য করে ইট মেরেছেন ও গালাগালি করেছেন সাব্বির।

ঘটনাটি সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। বিকেএসপির আলাদা দুই ভেন্যুতে খেলা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডিক্লাবের।
রূপগঞ্জের হয়ে খেলছেন সাব্বির। ইলিয়াস সানি খেলছেন শেখ জামালের হয়ে। তখনো রূপগঞ্জের খেলা শুরু হয়নি, চলছিল শেখ জামালের ম্যাচ। এসময় ফিল্ডিং করা ইলিয়াস সানিকে লক্ষ্য করে মাঠের বাইরে থেকে ইট ছুড়ে মারেন সাব্বির। পরে সাব্বির বর্ণবাদমূলক আচরণও করেন বলে অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডিক্লাব।

এই ঘটনায় ক্ষিপ্ত শেখ জামাল ধানমন্ডিক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বরাবর লিখিত অভিযোগ করেছে।

সিসিডিএমকে পাঠানো অভিযোগের শেখ জামাল লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে, অদ্য ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩নং মাঠে শেখ জামাল ধানমন্ডিক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর মধ্যকার খেলা চলাকালীন সময়ে শেখ জামাল ধানমন্ডিক্লাব লিমিটেড- এর খেলোয়াড় জনাব মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় জনাব সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারণে উপুর্যপরি ইট ছুড়ে মারেন।’

অভিযোগের চিঠিতে আরও উল্লেখ আছে, ‘অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, জনাব সাব্বির রহমান রুম্মন এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।’

তবে শেখ জামাল থেকে অভিযোগ করলেও সেটি আমলে নেয়নি রূপগঞ্জ। রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। কে বা কারা বাইরে থেকে ইট মেরেছে এটা আমরাও জানি না, তারাও জানে না। আমরা তখন মাত্রই বাস থেকে নামলাম। পুরনো কোনো জেরে হয়তো সাব্বিরকে দোষারোপ করা হচ্ছে।’

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!