টানটান উত্তেজনাকর ম্যাচে দলকে জেতাতে পারলেন না মুশফিকুর রহিম। ঘটনাবহুল ১৯তম ওভারেই তিনটি উইকেট হারিয়ে ১২৪ রানে অল-আউট হয় খুলনা টাইগার্স। ১৭ রানে জয় পায় ফরচুন বরিশাল।
১৪২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই মুজিব উর রহমানের শিকারে পরিণত আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৩১ রানের জুটি গড়েন রনি তালুকদার ও শেখ মেহেদী হাসান। মেহেদীকে শিকার করে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব আল হাসান।
মেহেদীর বিদায়ের পরের ওভারেই বিতর্কিত আউটে সাজঘরে ফেরেন রনি। ১৫ বলে ১৪ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে খুলনা লড়াইয়ে রাখেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। ২০ বলে ২৩ রান করে ইয়াসির বোল্ড হন মেহেদী হাসান রানার বলে। ৮৬ রানে ৪ উইকেট হারায় খুলনা।
থিসারা পেরেরা নেমেই ছোট্ট ঝড় তুলে বিদায় নেন। মুশফিকের সাথে জুটিতে যোগ করেন ১২ বলে ২২ রান। ১ চার ও ২ ছক্কায় পেরেরা ৯ বলে ১৯ রান করেন। ১৯তম ওভারের প্রথম বলেই মুশফিকের ক্যাচ মিস করে বরিশাল। তবে রানার ওই ওভারেই ফরহাদ রেজা, শরিফউল্লাহ ও মুশফিকের উইকেট শিকার করে ম্যাচ জেতে বরিশাল।
এর আগে টস হেরে বরিশালের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন ক্রিস গেইল ও জ্যাক লিনটট। ৬ বলে ১১ রান করে শরিফউল্লাহর বলে বোল্ড হন লিনটট। তিনে নেমে জিয়াউর রহমান ১৩ বলে ১০ রান করেন। চারে নামেন নুরুল হাসান সোহান।
৩৪ বলে ৪৫ রান করেন ইউনিভার্সাল বস। গেইলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। স্ট্রাইকরেট ১৩২.৩৫। সেকুগে প্রসন্নর বলে গেইল তালুবন্দী হন সৌম্য সরকারের। পাঁচে নামেন বরাবরই টপ অর্ডারে খেলা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান করে সোহান বিদায় নিলে ক্রিজে আসেন তৌহিদ হৃদয়।
চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন শান্ত ও হৃদয়। ২১ বলে ২৩ রান করে হৃদয় বিদায় নিলে অবশেষে দেখা মেলে সাকিব আল হাসানের। ফরহাদ রেজার বলে ক্যাচ আউট হন হৃদয়। সাকিব নেমেই মারমুখী ভঙ্গিতে খেলার চেষ্টা করেন। দুই বাউন্ডারিতে ৬ বলে ৯ রান থিসারা পেরেরার বলে ক্যাচ আউট হন সাকিব। একই ওভারে শান্তকেও বোল্ড করেন পেরেরা। ১৫ বলে ১৯ রান করেন শান্ত।
খুলনার পক্ষে পেরেরা ৪ ওভারে ১৮ রান দিয়ে নে দুইটি উইকেট। রেজা ২ ওভারে ১৮ রান খরচ করেন পান দুইটি উইকেট এবং শেখ মেহেদীও ৪ ওভারে ১৮ রান খরচ করে নেন একটি উইকেট। কামরুল ইসলামও দুইটি উইকেট পান, খরচ করেন ৩০ রান।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল ১৪১/৯ (২০ ওভার)
গেইল ৪৫, হৃদয় ২৩, শান্ত ১৯, লিনটট ১১, জিয়া ১০, সাকিব ৯, সোহান ৮;
পেরেরা ২/১৮, রেজা ২/১৮, কামরুল ২/৩০, মেহেদী ১/১৮।