খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক সুফিউর
  চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দুই নারী দগ্ধ

বয়স্ক-বিধবা-স্বামী নিগৃহীতা ভাতার আবেদনের সময় বেড়েছে ১৭ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক-বিধবা-স্বামী নিগৃহীতা ভাতা প্রাপ্তির জন্য আবদনের সময় ১৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা অধিশাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক-বিধবা-স্বামী নিগৃহীতা ভাতার অর্থ জিটুপি পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত নতুন এমআইএসের মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা ৯ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আগের মতো প্রয়োজনীয় কাগজপত্রসহ সমাজসেবা অধিদপ্তরের ওয়েব সাইটে নির্ধারিত ছকে অনলাইন আবেদন করতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!