সিলেটের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উদীচী যশোরের কর্মীরা।
এ লক্ষ্যে সংগঠনটি সোমবার থেকে শুরু করেছে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ অভিযান। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উদীচীর কর্মীরা শহরের আইনজীবী সমিতির সামনে গান গেয়ে অসহায় মানুষের জন্য ২০ হাজার ৪শ’ ৫৮ টাকা সংগ্রহ করে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, খন্দকার রজিবুল ইসলাম টিলন ও জন দিলিপ দাস, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহসাধারণ সম্পাদক আসিফ আকবর নিপ্পন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী শাহেদ নওয়াজ, ফারুক আহমদ সিদ্দিকী চন্দন, সাজেদুর রহমান অপু, আব্দুর রহমান মৃধা খোকন, সুব্রত দাস, রিয়াদুর রহমান, অ্যাড. কামরুন নাহার কণা, মাহাবুবুর রহমান মজনু প্রমুখ।
তাদের এই কার্যক্রম আগামী এক সপ্তাহ চলমান থাকবে বলে জানানো হয়েছে।
দু’দিনের টাকা সংগ্রহের পর উদীচী যশোরের সদস্যদের ৫০ হাজার টাকা উদীচী কেন্দ্রীয় সংসদ গঠিত সিলেটের বানভাসীদের জন্য ত্রাণ তহবিলে পৌঁছে দেয়া হয়েছে।