বন্যপাখির প্রতি বিরল ভালবাসা দেখালেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি। তিনি শিকারীর কাছ থেকে ৪ টি পাখি কিনে তা আকাশে উড়িয়ে দেন। শনিবার বিকেল ৪ টার দিকে পাখি গুলো আকাশে মুক্ত করে দেন।
চিতলমারী থেকে খুলনা গেজেটের প্রতিনিধি জানান, বিকেল ৪ টার দিকে চিতলমারীর কুনিয়া বাসস্ট্যান্ড থেকে সংবাদ সংগ্রহ করে কয়েকজন সাংবাদিক উপজেলা সদরে ফিরছিলেন। তাদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ বিশ্বাসও ছিলেন। ফিরে যাওয়ার পথে নলুয়া বাজারের পৌছাতে না পৌছাতে সভাপতি চিৎকার করতে থাকেন। উপস্থিত সাংবাদিকদের তিনি থামতে বলেন। হাত উচু করে সাংবাদিকদের তিনি বলেন, খাচায় ঘুঘু পাখি বন্দি রয়েছে। ওদের অবমুক্ত করতে হবে।
সকল সাংবাদিক শিকারী সিরাজের কাছে ছুটে আসেন। কিন্তু বন থেকে ধরে আনা পাখি অবমুক্ত করতে চাননি। পরে সভাপতি ৪ টি ঘুঘু পাখি কিনে তা আকাশে অবমুক্ত করে দেন। শিকারীকে অন্য পেশায় নিযুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় উপস্থিত সকলে পাখির প্রতি ভালবাসা দেখে সাংবাদিক দেবাশিষকে ধন্যবাদ জানায়।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ বিশ্বাস বলেন, ‘হয়তো ওই পাখিদের বাসায় ডিম বা ছোট্ট বাচ্চা রয়েছে। ওদের খাঁচায় বন্দি দেখে আমার খুব মায়া হয়েছে। এ জন্য শিকারীর কাছ থেকে কিনে ওদের খোলা আকাশে ছেড়ে দিয়েছি।
খুলনা গেজেট/এসজেড