রাজধানীর বনানীতে বিকাশ পরিবহনের একটি বাসের ধাক্কায় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
বনানী থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর রাব্বানি সময় সংবাদকে বলেন, নিহত পুলিশ কর্মকর্তার নাম আবদুল আজিজ (৪৭)। তিনি ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া বলেন, মহাখালী ফ্লাইওভারের ঢালে ডিউটিরত অবস্থায় ছিলেন আবদুল আজিজ। তখন বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে তাকে ধাক্কা দেয়।
এতে তিনি আহত হলে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খুলনা গেজেট/ এস আই