খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আমতলী নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে দায়ী ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৩ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানান, মোবাইল কোর্ট পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান। মোবাইল কোর্ট পরিচালনাকালে আমতলী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করতে দেখেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর বিধান মোতাবেক বালি উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫দিনের বিমাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে বটিয়াঘাটা থানা পুলিশ। অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এআইএন