খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

বটিয়াঘাটা, দাকোপ ও রূপসায় জামানত হারালেন ১৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

খুলনার বটিয়াঘাটা, দাকোপ ও রূপসা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন প্রার্থী। এর মধ্যে ১৮ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মোট প্রদত্ত ভোট ৮৩ হাজার ২৩৫। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৬ জন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম মিলন ৯ হাজার ১, সিপিবি’র নিতাই গাইন ৪ হাজার ৩৩৬, জাতীয় পার্টির মো. শাওন হাওলাদার ৪২৭ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাসেল কবীর ৬৯৫ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৭৯ হাজার ৮১১। প্রার্থী ছিলেন মোট ৫ জন। এর মধ্যে অরিরন্দম গোলদার ৮ হাজার ৬৮৬ ভোট ও তাপস কান্তি বিশ্বাস ২ হাজার ১২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর কেউ জামানত হারাচ্ছেন না।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!