বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরসহ সমুদ্র উপকুলে থেমে থেমে হালকা-মাঝারি বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছে। লঘুচাপের কারণে মোংলাসহ সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এ দিকে টানা দু’দিন ধরে (রবিবার ও সোমবার) এ বৈরি আবহাওয়ায় বন্দরের পণ্যবাহি বাণিজ্যিক জাহাজের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বন্দর চ্যানেল ও বহিঃনোঙ্গরে সার-ক্লিংকার ও সিরামিক এবং মেশিনারীজ পন্যসহ ৯ টি বিদেশী জাহাজ অবস্থান করছে বলে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তার বুলেটিনে জানানো হয়েছে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিমদিকে সরে গিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকুলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকুলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ দিকে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় সমুদ্রগামী জেলেরা সুন্দরবনের নদী-খালসহ বিভিন্ন চরাঞ্চলে আশ্রয় নিয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকা সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সেই সাথে তাদেরকে গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম