দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘনীভূত হয়ে আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমে যেতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
বুধবার (৯ নভেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানান।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিনের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যেতে পারে এবং আগামী দুই দিনে আবহাওয়ার পরিস্থিতি থেকে সামান্য পরিবর্তন হতে পারে।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ওমর ফারুক জানান, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা গেজেট/ টি আই