বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আজ রবিবার তা আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর প্রভাবে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা অনেকটাই কম বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি শনিবার (২২ অক্টোবর) নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের প্রভাবে ২৩ অক্টোবর কিছুটা বৃষ্টি হবে। তবে ২৪-২৬ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) রংপুর ছাড়া সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
খুলনা গেজেট/এইচ