বঙ্গোপসাগরে কোস্টগার্ডের হাতে আটক ফিসিং ট্রলার সহ ১৭ ভারতীয় জেলের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে মোংলা থানায় মামলা দায়ের হয়েছে। কোস্টগার্ড বাদী হয়ে বুধবার রাতে এ মামলা দায়ের করে। একই সঙ্গে আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবনের দুবলার চরের অদূরে বঙ্গোপসাগরের দেশীয় জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় অনুপ্রবেশ ও মাছ ধরার সময় বুধবার মঙ্গলবার বিকালে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ফিসিং ট্রলার এফবি মা শিবানী, মাঝি সুজন দাশ, কাকন দাশ, অমল বিশ্বাস, পরিক্ষীত দাশ, তপন দাশ, সঞ্জয় দাশ ওশুরেশ দাশসহ ১৭ জেলেকে আটক করে। পরে বুধবার সন্ধায় ট্রলার সহ তাদের মোংলা থানা পুলিশে সোপর্দ এবং মৎস্য অধিদপ্তরের উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমান সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়। রাতেই এ ঘটনায় কোষ্টগার্ড সদস্য এম এ রহমান বাদী হয়ে ১০৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দায়ের করেন। আটক ভারতীয় জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় পুলিশ।
খুলনা গেজেট/এ হোসেন