সমদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় আটক ১৬ ভারতীয় জেলেকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তাদের বাগেরহটের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে কোস্টগার্ডপশ্চিম জোন গভীর সমুদ্রে টহলের সময় ১৬ ভারতীয় জেলেকে আটক করে। বুধবার বিকেলে জাল ও ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করে কোস্টগার্ড। পরে এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মোংলা থানায় একটি মামলাকরা হয়। আটক ভারতীয় জেলেদের বাড়ি ভারতের দক্ষিন-চব্বিশপরগনা জেলার বিভিন্ন এলাকায়।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর সমুদ্রসীমা লঙ্ঘন ও মাছশিকারের অভিযোগে এফবি শিবানী নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড।
খুলনা গেজেট /এমএম