খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে খুলনায় স্বল্প পরিসরে কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল শনিবার।

১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মহানগর ও জেলা আওয়মী লীগ সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানি ও বিকাল ৫টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে যথাসময়ে অংশগ্রহণের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!