বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় পেয়েছে খুলনার মেয়েরা। রবিবার (২৬ ডিসেম্বর) যশোর শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা পটুয়াখালি জেলা দলকে ২-০ গোলে হারিয়েছে তারা।
দলের পক্ষে গোল ২টি করেন ফাতেমা। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনার মেয়েরা মুখোমুখি হবে নড়াইল জেলা দলের।
খুলনা জেলা দল : ফাতেমা, রোজিনা, মাধবী, অপি, সীমা, কৃপা, মঙ্গলী, টুকি, পূজা, রিতু, নাসরিন, অর্ক, মুক্তা, লিজা ও রিয়া। টিম ম্যানেজার নুরুল ইসলাম খান কালু ও কোচ এজাজ আহমেদ। দলের সঙ্গে ছিলেন শেখ আলাউদ্দিন নাসিম, মনির শেখ ও জিয়া।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ৬টি ভেন্যুতে শুরু হয়েছে বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ছয় ভেন্যু হচ্ছে ফেনী, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, রাজশাহী ও পঞ্চগড়। চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা দেবে বাফুফে।
খুলনা গেজেট/ টি আই