জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরা হলেন মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দীন। গেজেট প্রকাশের পর এটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন।
এর আগে ২০২০ সালে ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত চার খুনির বীরত্বের জন্য পাওয়া রাষ্ট্রীয় খেতাব স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে ২ ডিসেম্বর হাইকোর্টের রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাশ।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে অবদানের ১৯৭৩ সালে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম, ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি দেয়া হয়। একই বছরের ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়।
এসব খেতাবের মধ্যে নূর চৌধুরীকে বীর বিক্রম, শরীফুল হক ডালিমকে বীর উত্তম, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীনকে বীর প্রতীক খেতাব দেয়া হয়।
খুলনা গেজেট/এনএম