সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মেশিনারিজ পণ্য নিয়ে মোংলায় ভিড়েছে পানামা পতাকাবাহী এমভি তাই হ্যাং শান নামক একটি বাণিজ্যিক জাহাজ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। এর আগে জাহাজটি ১৯ নভেম্বর ভিয়েতনাম থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
এমভি তাই হ্যাং শান জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, মোংলায় আসা জাহাজটিতে সেতুর প্রায় ২৪৫ প্যাকেজের এক হাজার ৮৮৭ টন মেশিনারিজ পণ্য রয়েছে। বিকেল থেকেই জাহাজে আসা পণ্যগুলোর খালাস কাজ শুরু হবে। এরপর নদী পথে নেওয়া হবে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু রেল সেতুর জেটিতে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহিন মজিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পণ্য নিয়ে মোংলা বন্দরের জেটিতে বৃহস্পতিবার একটি জাহাজ ভিড়েছে। আশা করি জাহাজটি থেকে শনিবার পণ্য খালাস শেষ হবে। এর পর ওই বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।
তিনি আরও বলেন, মোংলা বন্দরে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে বাস্তবায়নাধীন অধিকাংশ মেগা প্রকল্পের পণ্য এখন মোংলা বন্দরে খালাস হচ্ছে।
খুলনা গেজেট/ এএজে