খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার ফাইনালে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে ট্রফি জিতল বাংলাদেশ কাবাডি দল।

পল্টনসংলগ্ন ভলিবল স্টেডিয়ামে আজ শুক্রবার সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনালে প্রথমার্ধ ভালো কাটেনি স্বাগতিকদের। বাংলাদেশ ১০-১৮ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল।

দ্বিতীয়ার্ধে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়েরা দেশকে উপহার দেন আন্তর্জাতিক ট্রফি।

এর আগে লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশসহ মোট পাঁচ দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো দেশের মাটিতে আয়োজন করা হয় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ ২০২১’।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!