দরিদ্র শিক্ষার্থীরা যাতে অর্থাভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, তার জন্য দরিদ্র শিক্ষার্থীদের সকল ধরণের সহযােগিতা করছেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাতেই খুলনা বিএনপির এই নেতা বকুল শিক্ষার্থীর সহযোগিতা করছেন।
তারই ধারাবািহকতায় বকুল খুলনা সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের একজন দরিদ্র শিক্ষার্থীর অনার্স ১ম বর্ষের ভর্তি এবং ফরম ফিলাপসহ যাবতীয় সকল উপকরণের ব্যবস্থা করে দিয়েছেন। তাকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন একটি সুশিক্ষিত জাতি গঠন করা, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার পথ রোধ করা’।