খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

বইমেলায় ঐকতানের বাংলা ভাষা সেমিনার ও গ্রন্থ প্রকাশ

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

বিশ্ববিল্পবী নেতাজি সুভাষ চন্দ্রের ১২৮তম জন্মদিনে তথা দেশপ্রেম দিবসে ২৩ জানুয়ারি বিকেল ৫টা থেকে কলকাতা বইমেলার সমরেশ বসু মুক্ত মঞ্চে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ ও ঐকতান গবেষণা পত্রের পক্ষ থেকে আয়োজিত হল “আক্রান্ত বাংলাভাষা ও বাংলাভাষীঃ আসুন প্রতিরোধ করি” শিরোনেমে আলোচনা চক্র।

মুখ্য বক্তা ছিলেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান সময়ে ভারতে বাঙালি যেনো দ্বিতীয় শ্রেণির নাগরিক। বাঙালি নেতৃত্বের অসচেতনতা এর জন্য দায়ী। দায়ী বাঙালি বিরোধী দক্ষিণ পন্থী রাজনৈতিক শাসকদের অবিচার।

ভাষা মঞ্চের সম্পাদক, সূচক বক্তা সমাজ ভাষা গবেষক নীতীশ বিশ্বাস বলেন, বাঙালি গবেষকেরা এই হতভাগ্য জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। তার জন্য চাই সমাজবিজ্ঞানের যথার্থ পাঠ নিয়ে সঠিক ভাষা আন্দোলন ও বাঙালির ওপর অবিচারের রাজনৈতিক প্রতিরোধ। সেমিনারে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন রবীন্দ্র ভারতীর ডীন অধ্যাপক দেবাশিস মন্ডল, যাদব পুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেন্দু মন্ডল, অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, লেখক ইমানুল হক, ডঃ তন্ময় বীর, সাহিত্যিক অমিতাভ চক্রবর্তী ও সুনীল চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে নীতীশ বিশ্বাস সম্পাদিত ঐকতান গবেষণা পত্রের বইমেলা বিশেষ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। নীতীশ বাবুর লেখা “সময়ের শব্দমালার” প্রকাশ করেন অধ্যাপক দেবাশিস মন্ডল ও অধ্যাপক বরেন্দু মণ্ডল। ‘’নৈনিতালের পথেপথে” গ্রন্থের নতুন সংস্করণের আবরণ উন্মোচন করেন সাহত্যিক স্বপ্না ভট্টাচার্য ও কল্যাণী ঠাকুর। আর মুকুলেশ বিশ্বাস প্রতিষ্ঠিত উত্তর মেঘ কবিতা পত্রের বইমেলা সংখ্যার প্রকাশ করেন প্রখ্যাত কবি তপোধীর ভট্টাচার্য মহাশয়, তার সঙ্গে ছিলেন উত্তরমেঘের যুগ্ম সম্পাদক অধ্যাপক উত্তম বিশ্বাস ও কবি জয়ন্ত রায়।

মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক বাণীদীপা মন্ডল, আফরোজা খাতুন ও ড. অসিত বিশ্বাস। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শর্মিষ্ঠা মাজির পরিচালনায় পদার্পণের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন অধ্যাপক জয়ন্ত রায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!