খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত একুশে বইমেলার ১১ম দিন ছিল আজ । শনিবার (১১ ফেব্রুয়ারি) ক্রেতা-দর্শনার্থীদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। বইয়ের দোকানগুলোতে ক্রেতা দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে।
এদিকে বিকালে বইমেলার মঞ্চে বি এল কলেজ ডিবেটিং সোসাইটির রম্য বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজকের সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে ছিল ২ টি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘উদীচী, বয়রা শাখা’র শিল্পীরা।
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘ আর্টিস্ট ক্লাব, খুলনা ’র শিল্পীবৃন্দ। মেলায় আগত দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামিয়া আক্তার নীতু ও সমীর কুমার সরকার।
খুলনা গেজেট/এমএম