ঈদের আগে প্রতিটি ঘাটে উপচে পড়া ভিড়ের মধ্যে অবশেষে যাত্রী নিয়ে ফেরি চলাচলে অনুমতি দিল সরকার।
গণমাধ্যমকে সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান।
সরকারি নির্দেশ আসা মাত্র সবগুলো ফেরি চালু করে দিয়েছে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ।
জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ঘাটে ফেরি বাড়ানো হয়েছে। এই নৌরুটে ১৬টি ফেরির মধ্যে আটটা ফেরি দিয়ে লাশবাহী, অ্যাম্বুলেন্স ও জরুরি কাজে নিয়োজিত যানবাহন পার করা হচ্ছে। এর আগে ছয়টা ফেরি চলাচল করত।
বিআইডব্লিউটিসি গত শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।
এরপর শনিবার বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান ঘোষণা দেন, ফেরিতে যাত্রী পারাপার ঠেকাতে ঘাটে থাকবে তাদের টহল দল।
কিন্তু পাটুরিয়া ঘাটে রোববার বিজিবির টহল তেমন চোখে পড়েনি। বেলা ২টার দিকে অল্প কিছু সময়ের জন্য বিজিবির কয়েকজন সদস্যকে দেখা গেছে। বাকি সময় কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায়।
খুলনা গেজেট/কেএম