কয়েক দিনের টানা দাবদাহের পর বৃষ্টিতে স্বস্তি এনে দিলেও আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। হঠাৎ করেই বাড়লো এই অস্বস্তিকর গরম।
একদিনের ব্যবধানে কোনও কোনও এলাকায় প্রায় চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। বাতাসে জলীয় বাষ্পের কারণে অনুভূত হচ্ছে এই অস্বস্তিকর গরম। বৃষ্টি না হলে এই আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অধিদফতর জানায়।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, খুলনা বিভাগ, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তরাংশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে দেশের তাপমাত্রা বেড়েছে প্রায় আড়াই ডিগ্রির মতো।
একইভাবে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯, যা আজ তা ৪ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১।
এ ছাড়া রংপুরে ছিল ৩০ দশমিক ৮, আর দুই ডিগ্রি বেড়ে হয়েছে ৩২; ময়মনসিংহে ছিল ৩১, ২ ডিগ্রি বেড়ে ৩৩; সিলেটে ছিল ২৯ দশমিক ৫, প্রায় ৫ ডিগ্রি বেড়ে ৩৪ দশমিক ২; চট্টগ্রামে ছিল ৩৩ দশমিক ৭, একমাত্র এখানে প্রায় তাপমাত্রা একই আছে ৩৩ দশমিক ৮; খুলনায় ছিল ৩৬ দশমিক ৫, এক ডিগ্রি বেড়ে ৩৭ দশমিক ৫ এবং বরিশালে ছিল ৩৪ দশমিক ৮, তা প্রায় এক ডিগ্রি বেড়ে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
খুলনা গেজেট/কেডি